ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘যেকোনো সময় মেরে ফেলবে আমাকে’

২০২৬ জানুয়ারি ০৮ ১৫:৫৯:০৯
‘যেকোনো সময় মেরে ফেলবে আমাকে’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। জীবিত থাকাকালে প্রায়ই তিনি স্ত্রীকে বলতেন, যেকোনো সময় তাকে হত্যা করা হতে পারে—শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

সুরাইয়া বেগম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ফোনে জানতে পারি একটি ঘটনা ঘটেছে। দ্রুত হাসপাতালে গিয়ে দেখি, তিনি আর বেঁচে নেই। পরে শুনেছি, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গেই তিনি মারা যান।’

তিনি জানান, বাসায় রাজনৈতিক আলোচনা খুব একটা করতেন না মুসাব্বির। পরিবারের প্রয়োজনীয় কথাবার্তাই ছিল মূল বিষয়। তবে প্রায়ই বলতেন, তার অনেক শত্রু তৈরি হয়েছে এবং যেকোনো সময় তাকে হত্যা করা হতে পারে। স্ত্রী বলেন, ‘তিনি বলতেন—আমাকে মেরে ফেললে হয়তো তোমরাও জানতে পারবে না।’

ঘটনার দিনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘সন্ধ্যায় আমাকে বলেছিলেন, তুমি একটা কফি বানিয়ে দাও, আমি নামাজ পড়ে বের হবো। সেটাই ছিল তার সঙ্গে আমার শেষ কথা।’

হত্যাকাণ্ডের বিচার দাবি করে সুরাইয়া বেগম বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। সেগুলো দেখে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, ‘এভাবে একের পর এক ঘটনা ঘটছে। সঠিক তদন্ত না হলে আমার মতো আরও অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে।’

মুসাব্বিরের মৃত্যুর পেছনে কোনো ব্যবসায়িক বিরোধ ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রায় ২০ বছর ধরে তিনি পানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর লোক দিয়ে ব্যবসা দেখাশোনা করতেন। ব্যবসা নিয়ে কোনো ঝামেলা থাকার কথা নয়।’

গত বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলির ভেতরে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন দিক থেকে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে পালানোর চেষ্টা করলে তার মোবাইল ফোন পড়ে যায়। দুর্বৃত্তরা সেই ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে