ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শীতে রুক্ষ চুল হবে রেশমের মতো: ৫ জাদুকরী ঘরোয়া প্যাক

২০২৫ ডিসেম্বর ২১ ১২:০৭:৩৫
শীতে রুক্ষ চুল হবে রেশমের মতো: ৫ জাদুকরী ঘরোয়া প্যাক

নিউজ ডেস্ক: ঋতু পরিবর্তনের পালায় শীত যেমন উৎসবের আমেজ আনে, তেমনি এটি আমাদের চুলের জন্য নিয়ে আসে বড় চ্যালেঞ্জ। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ায় চুল হয়ে পড়ে প্রাণহীন, রুক্ষ এবং বাড়ে আগা ফাটার বিড়ম্বনা। শুধু বাজারের কেনা কন্ডিশনার দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। চুলের গভীর থেকে পুষ্টি ও আর্দ্রতা ফেরাতে প্রয়োজন ঘরোয়া ‘ডিপ কন্ডিশনিং’। রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই আপনি পুরো শীতে চুলকে রাখতে পারেন ঝলমলে ও কোমল।

১. পাকা কলার পুষ্টিগুণ: পটাশিয়াম, প্রোটিন এবং ভিটামিন বি৬ সমৃদ্ধ পাকা কলা শুষ্ক চুলের জন্য মহৌষধ। একটি পাকা কলা ভালো করে চটকে তাতে সামান্য মধু, একটি ডিম ও অল্প দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মাথার ত্বকসহ পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি নিমিষেই আপনার চুলে এক অদ্ভুত উজ্জ্বলতা এনে দেবে।

২. দইয়ের প্রোটিন থেরাপি: চুল মসৃণ করতে এবং মাথার ত্বকের চুলকানি কমাতে ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ টক দইয়ের জুড়ি নেই। টক দইয়ের সঙ্গে পাকা কলা, মধু ও অলিভ অয়েল মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করুন। এই মিশ্রণটি ৩০ মিনিট (ঠাণ্ডার সমস্যা থাকলে ১০ মিনিট) চুলে রেখে ধুয়ে ফেলুন। এটি চুলের স্বাস্থ্য ফেরাতে জাদুর মতো কাজ করে।

৩. নারকেল তেলের চিরায়ত যত্ন: চুলের গোড়া মজবুত করতে নারকেল তেল একটি ধ্রুপদী উপাদান। প্রাকৃতিক কন্ডিশনার তৈরি করতে নারকেল তেলের সঙ্গে এক চামচ মধু ও লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু করার অন্তত ২০ মিনিট আগে এটি চুলে লাগিয়ে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এতে চুল হবে নরম ও ঝরঝরে।

৪. অ্যালোভেরার সতেজতা: চুলের দ্রুত বৃদ্ধি এবং পিএইচ (pH) ভারসাম্য বজায় রাখতে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর। ৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে চুলে ৫-১০ মিনিট রাখুন। এরপর শ্যাম্পু ও রেগুলার কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুবার এই পদ্ধতি মেনে চললে চুলে ফিরবে হারিয়ে যাওয়া সতেজতা।

৫. আপেল সিডার ভিনেগারের সমাধান: তৈলাক্ত চুল বা খুশকির সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য আপেল সিডার ভিনেগার সেরা সমাধান। শ্যাম্পু করার পর এক মগ পানিতে ২ টেবিল চামচ ভিনেগার মিশিয়ে চুলে ঢালুন এবং ৫ মিনিট ম্যাসাজ করুন। এরপর আবার হালকা শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। এটি ব্যাকটেরিয়া ও ছত্রাক সংক্রমণ রোধ করে চুলের উজ্জ্বলতা বহুগুণ বাড়িয়ে দেয়।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে