ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইরানে ১৮ ঘণ্টা ধরে নেই ইন্টারনেট

২০২৬ জানুয়ারি ০৯ ২২:০৮:৩৯
ইরানে ১৮ ঘণ্টা ধরে নেই ইন্টারনেট

শেয়ারনিউজ ডেস্ক: আন্তর্জাতিক ইন্টারনেট অবকাঠামো সংস্থা ক্লাউডফেয়ার জানিয়েছে, ইরানে শুরু হওয়া দীর্ঘায়িত ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও দেশটির অধিকাংশ এলাকা এখনো কার্যত অফলাইন হয়ে আছে। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ইরানে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।

ক্লাউডফেয়ারের সংগৃহীত তথ্য বলছে, শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৯টার দিকে অত্যন্ত সীমিত পরিসরে কিছু ইন্টারনেট ট্রাফিক সচল হতে দেখা গেছে। তবে সামগ্রিক পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, কারণ দেশটিতে ডেটা ব্যবহারের পরিমাণ এখনো অত্যন্ত নগণ্য পর্যায়ে রয়েছে।

দেশজুড়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের মুখে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে নিখুঁত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া এখন দুষ্কর হয়ে পড়েছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলো মনে করছে, এভাবে ইন্টারনেট বন্ধ রাখায় বিক্ষোভকারীদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সঠিক তথ্য আদান-প্রদান বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে