ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

বছরের প্রথম সপ্তাহে বিনিয়োগকারীদের চমক দিল ৭ কোম্পানি

২০২৬ জানুয়ারি ০৮ ১৬:৩২:৪৩
বছরের প্রথম সপ্তাহে বিনিয়োগকারীদের চমক দিল ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের প্রথম সপ্তাহেই তালিকাভুক্ত ৭টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য চমক দেখিয়েছে। বছরের শুরু থেকেই শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা ফিরে এসেছে। সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের শুরু হলেও পরবর্তী দুই কার্যদিবসে সূচক সামান্য কমে যায়। তবে শেষ দুই দিন সূচক পুনরায় বাড়ায় পুরো সপ্তাহজুড়ে বাজারে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সপ্তাহে প্রধান সূচক প্রায় ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে। একই সময়ে সপ্তাহজুড়ে মোট লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ কোটি ৪৭ লাখ টাকায়। যদিও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে, তবুও ৭টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা পেয়েছেন।

এই ৭ কোম্পানি হলো— তাল্লু স্পিনিং, জিকিউ বলপেন, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি ব্যাংক, সায়হাম টেক্সটাইল এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। সপ্তাহজুড়ে এসব কোম্পানির শেয়ারে ১০ শতাংশের বেশি মুনাফা অর্জন করেছেন বিনিয়োগকারীরা।

মুনাফার তালিকায় শীর্ষে রয়েছে তাল্লু স্পিনিং। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ৪০ পয়সা বা ২০ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৩০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জিকিউ বলপেনের শেয়ারে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৭৪ টাকা বা ১৬ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২৭ টাকা ১০ পয়সায়।

তৃতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। এক সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ারদর ৪ টাকা ৫০ পয়সা বা ১৪ দশমিক ০২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬০ পয়সায়।

অন্য চার কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের শেয়ারদর ৪ টাকা ২০ পয়সা বা ১২ দশমিক ৬৫ শতাংশ, এনআরবি ব্যাংকের ৭০ পয়সা বা ১১ দশমিক ২৯ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ২ টাকা বা ১০ দশমিক ৯৯ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারদর ৪ টাকা ৭০ পয়সা বা ১০ দশমিক ৫১ শতাংশ বেড়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে