ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

রাজশাহী বনাম নোয়াখালী: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

২০২৬ জানুয়ারি ০৮ ১৮:০১:৪৯
রাজশাহী বনাম নোয়াখালী: রুদ্ধশ্বাস ম্যাচটি শেষ-দেখুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৭তম ম্যাচটি রূপ নেয় রীতিমতো স্নায়ুযুদ্ধে। রান কম হলেও উত্তেজনার পারদ ছিল চরমে। ম্যাচের ভাগ্য ঝুলে ছিল শেষ ওভার পর্যন্ত। তবে অভিজ্ঞতা ও ধৈর্যের পরীক্ষায় শেষ পর্যন্ত জয়ী হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসকে ৪ উইকেটে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় তারা। ১৫২ রানের লক্ষ্য রাজশাহী টপকে যায় ১৯ ওভারেই।

নোয়াখালীর লড়াই, তবে বড় জুটির অভাব

টস হেরে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস ইনিংসের শুরু থেকেই লড়াইয়ের মানসিকতা দেখায়। তবে রাজশাহী ওয়ারিয়র্সের নিয়ন্ত্রিত ও পরিকল্পিত বোলিংয়ের কারণে কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। একের পর এক ছোট জুটির ওপর ভর করেই ইনিংস এগিয়ে নেয় নোয়াখালী। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫১ রান। শেষের দিকে কয়েকটি কার্যকর শট ম্যাচে উত্তেজনা ধরে রাখলেও স্কোর খুব বেশি বড় হয়নি।

রান তাড়ায় সতর্ক রাজশাহী, মাঝপথে চাপ

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স শুরু থেকেই ঝুঁকি কম নিয়ে খেলতে থাকে। পাওয়ারপ্লে ও মিডল ওভারে নিয়মিত উইকেট পড়ায় কিছুটা চাপে পড়ে যায় দলটি। এক সময় ম্যাচ হেলে পড়ার শঙ্কা তৈরি হলেও মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং রাজশাহীর ইনিংসকে আবার ট্র্যাকে ফেরায়। শেষ দিকে হিসাব করে খেলে ৬ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা।

জয় দিয়ে টেবিলে শক্ত অবস্থান

এই জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে রাজশাহী ওয়ারিয়র্স নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেস লড়াকু ক্রিকেট উপহার দিলেও অল্প রানের ম্যাচে শেষ মুহূর্তে ম্যাচ নিজেদের করে নিতে ব্যর্থ হয়।

এক নজরে ম্যাচের ফলাফল

নোয়াখালী এক্সপ্রেস: ১৫১/৫ (২০.০ ওভার)রাজশাহী ওয়ারিয়র্স: ১৫২/৬ (১৯.০ ওভার)ফলাফল: রাজশাহী ওয়ারিয়র্স ৪ উইকেটে জয়ীসরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে