ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

আইডিএলসি ফাইন্যান্সের নেতৃত্বে কাজী মাহমুদ সাত্তার

২০২৬ জানুয়ারি ০৯ ২১:৫৩:৫৩
আইডিএলসি ফাইন্যান্সের নেতৃত্বে কাজী মাহমুদ সাত্তার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স-এর নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত ব্যাংকার কাজী মাহমুদ সাত্তার।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) আয়োজিত প্রতিষ্ঠানের ৩৬০তম পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি এই প্রতিষ্ঠানে অন্যতম নমিনেটেড ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে কাজী মাহমুদ সাত্তার আর্থিক খাতের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ১৯৮১ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে শুরু হওয়া তাঁর বর্ণাঢ্য কর্মজীবন মেলবোর্ন ও মুম্বাই পর্যন্ত বিস্তৃত ছিল। বাংলাদেশে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি দেশের প্রথম ইনভেস্টমেন্ট ব্যাংকিং আর্ম প্রতিষ্ঠার কৃতিত্বের অধিকারী।

বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশের দুটি অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক—ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) গুরুদায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ব্র্যাক ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক ও বোর্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, বিকাশ লিমিটেডের পরিচালক এবং আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান হিসেবে তাঁর সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি আরএসএ অ্যাডভাইজরি, আরএসএ সলিউশন ও ব্লু-ওয়েলথ অ্যাসেটসের চেয়ারম্যান এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের নমিনেটেড ডিরেক্টর হিসেবে যুক্ত রয়েছেন।

বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়ন ও উৎকর্ষ সাধনে কাজী মাহমুদ সাত্তার এক অপরিহার্য ব্যক্তিত্ব। বিশেষ করে করপোরেট ব্যাংকিং ও ট্রেজারি অপারেশনসে তাঁর অসাধারণ দক্ষতা সর্বজনবিদিত। স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড প্রবর্তন এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে তাঁর দূরদর্শী নেতৃত্ব খাতটিকে সমৃদ্ধ করেছে। দেশীয় ব্যাংকগুলোর কার্যধারাকে আধুনিক বিশ্বের সমপর্যায়ে নিয়ে আসতে তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম জামাল উদ্দিন নতুন চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, ‘কাজী মাহমুদ সাত্তারের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিত্বকে আমাদের প্রতিষ্ঠানের নেতৃত্বে পাওয়া অত্যন্ত গর্বের বিষয়। দেশীয় ও আন্তর্জাতিক আর্থিক বাজারে তাঁর দীর্ঘ পথচলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা আমাদের পর্ষদে গভীর আস্থার জন্ম দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর সুদক্ষ দিকনির্দেশনায় আইডিএলসি উদ্ভাবন ও সমৃদ্ধির এক নতুন শিখরে পৌঁছাবে।’

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে