ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

আবারও দেশে ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা

২০২৬ জানুয়ারি ০৯ ০৯:১০:০৬
আবারও দেশে ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা

নিজস্ব প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে এই কম্পন অনুভূত হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হঠাৎ ভূকম্পনে দ্বীপের বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন স্থাপনা কেঁপে ওঠে। অনেক মানুষ ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত হয়ে খোলা জায়গায় চলে আসেন।

ভোরে ফজরের নামাজের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ জানান, নামাজ চলাকালীন হঠাৎ মসজিদ কাঁপতে শুরু করলে মুসল্লিরা স্পষ্টভাবে কম্পন অনুভব করেন। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারতের মণিপুর ও আসাম অঞ্চলে সংঘটিত একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এই অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত মনপুরা উপজেলায় কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মণিপুরে সংঘটিত ৩.৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে মনপুরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছিল। ভৌগোলিক অবস্থানের কারণে উপকূলীয় এই এলাকা মাঝেমধ্যেই এ ধরনের ভূকম্পনের প্রভাবের মধ্যে পড়ে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে