ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

তারেক রহমানের নতুন অধ্যায়ের সূচনা আজ রাতেই

২০২৬ জানুয়ারি ০৯ ১৭:২৮:৫৭
তারেক রহমানের নতুন অধ্যায়ের সূচনা আজ রাতেই

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। বৈঠকে তাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার বিষয়টি আলোচনায় আসতে পারে।

বৈঠকটি শুক্রবার রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে তাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হতে পারে।

গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, “দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।”

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা রয়েছে। এ অবস্থায় দলের প্রচারণা ও প্রার্থীদের ব্যানারে কার ছবি ব্যবহার করা যাবে, তা এখনও নিশ্চিত হয়নি।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চান।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি পেলেও রাজনীতিতে ফেরেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে