ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

২০২৬ জানুয়ারি ০৯ ২৩:০১:৫৭
ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত উত্তরাঞ্চল সফর পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত এই চার দিনে তার উত্তরের নয়টি জেলা সফর করার কথা ছিল। তবে বিশেষ কারণে আপাতত এই সফর সূচি বাতিল করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আসা একটি বিশেষ অনুরোধের প্রেক্ষিতেই তারেক রহমানের এই সফর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। মূলত সুষ্ঠু পরিবেশ ও নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে এই তথ্য তুলে ধরেন মহাসচিব। উচ্চপর্যায়ের এই বৈঠকে দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়ের পাশাপাশি সফরের এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে