ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

২০৫০ সাল পর্যন্ত তিন ধাপে জ্বালানি খাতে মহাপরিকল্পনা

২০২৬ জানুয়ারি ০৮ ২১:৪২:৪০
২০৫০ সাল পর্যন্ত তিন ধাপে জ্বালানি খাতে মহাপরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ থেকে ২০৫০ সাল পর্যন্ত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য একটি দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা চূড়ান্ত করতে বুধবার (৭ জানুয়ারি, ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জ্বালানি খাতের আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদসহ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রস্তাবিত এই মহাপরিকল্পনার মূল লক্ষ্য হলো ২০৫০ সালের মধ্যে দেশের সকল নাগরিকের জন্য সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং টেকসই প্রাথমিক জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিকেও এই পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় পূর্ববর্তী তিনটি মহাপরিকল্পনার নীতিগত ত্রুটি ও সীমাবদ্ধতাগুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। নতুন এই মহাপরিকল্পনাটি তিনটি পর্যায়ে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—প্রথম পর্যায় ২০২৬-২০৩০, দ্বিতীয় পর্যায় ২০৩০-২০৪০ এবং চূড়ান্ত পর্যায় ২০৪০-২০৫০। এই দীর্ঘ সময়ের মধ্যে দেশের প্রাথমিক জ্বালানি খাতকে আরও নিরাপদ, দক্ষ এবং আর্থিকভাবে টেকসই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কর্মকর্তাদের উপস্থাপনা শেষে প্রধান উপদেষ্টা বলেন, "জ্বালানি খাত হলো বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড এবং এটি সরাসরি প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে জড়িত। এই খাত শক্তিশালী হলে আমাদের অর্থনীতি একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে।" তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎস থেকে উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেন।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের পাশাপাশি পরিবেশগত এবং অর্থনৈতিক স্থায়িত্ব নিশ্চিত করতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের সুপারিশ করা হয়। বিশেষ করে জ্বালানি খাতে গবেষণার জন্য একটি পৃথক ও বিশেষায়িত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি মনে করেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে গবেষণার কোনো বিকল্প নেই।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে