ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

সোনার দামে বড় পরিবর্তন: জানুন আজকের নতুন রেট

২০২৬ জানুয়ারি ০৯ ০৯:২১:৪৯
সোনার দামে বড় পরিবর্তন: জানুন আজকের নতুন রেট

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আরও এক দফা সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এই দাম শুক্রবার (৯ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে—

২২ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

উল্লেখ্য, চলতি মাসের ৫ জানুয়ারি সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে