ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিশ্ব কাপের আগে ভারত শিবিরে অশনিসংকেত

২০২৬ জানুয়ারি ০৯ ২১:৪২:১৩
বিশ্ব কাপের আগে ভারত শিবিরে অশনিসংকেত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে বড় এক দুঃসংবাদের মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। দলের অন্যতম ভরসা হায়দরাবাদের তরুণ ব্যাটার তিলক ভার্মাকে নিয়ে এখন গভীর উদ্বেগে রয়েছেন নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই। গত বছর দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ক্রিকেটার বর্তমানে রাজকোটে চিকিৎসাধীন। তিলকের আকস্মিক এই শারীরিক সমস্যায় আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা গেছে, গত বুধবার রাজকোটে তিলকের 'টেস্টিকুলার টরশন' অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিশ্বকাপ শুরু হতে যখন মাত্র এক মাস বাকি, ঠিক সেই মুহূর্তে এমন অস্ত্রোপচার তার ম্যাচ ফিটনেসকে বড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাষ্যমতে, মাঠের লড়াইয়ে ফেরার মতো পুরোপুরি সুস্থ হতে তার অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতীয় নির্বাচক প্যানেল খুব দ্রুতই তিলকের বিকল্প হিসেবে অন্য কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারে। তবে এই ক্রিকেটারের ঘনিষ্ঠ মহলের দাবি, সুস্থতার গতি ভালো হলে তিনি এক সপ্তাহের মধ্যেই হালকা অনুশীলনে ফিরতে পারেন। উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

তিলকের এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সূত্রপাত হয় গত ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে বাংলার বিপক্ষে ম্যাচ চলাকালীন। হায়দরাবাদের অধিনায়ক হিসেবে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে তিনি ৪৫ বলে ৩৪ রান করেন। ওই দিনই তিনি সামান্য চোট পান এবং পরদিন তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় ও অস্ত্রোপচার করা হয়।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে