ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের অজানা অভিজ্ঞতা

২০২৬ জানুয়ারি ০৯ ১৫:৩৪:০৪
খালেদা জিয়াকে নিয়ে আসিফ নজরুলের অজানা অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রথম সাক্ষাৎকারের স্মৃতিসহ দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আবেগঘন ভাষায় স্মৃতিচারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব স্মৃতি তুলে ধরেন। স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, তিনি অনেক আগ থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলেন এবং সাংবাদিক হিসেবে তিনি তার কাজ পছন্দ করতেন।

তিনি জানান, ১৯৮৮–৮৯ সালের দিকে ধানমন্ডিতে বিএনপির তৎকালীন কার্যালয়ে তিনি বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেন। লিখিত প্রশ্নের উত্তর দেওয়ার পর খালেদা জিয়া তাকে সেদিন মুখোমুখি প্রশ্ন করার সুযোগও দেন, যা তার সাংবাদিক জীবনের জন্য বিশেষ অভিজ্ঞতা ছিল বলে উল্লেখ করেন আসিফ নজরুল।

সেই সময়ের পরিবেশ বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, তখন বিএনপির সাংগঠনিক বিষয়গুলো দেখভাল করতেন ফজলুর রহমান পটল এবং দলের মহাসচিব ছিলেন ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার। ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান রিপনকে সঙ্গে নিয়ে তিনি বেগম খালেদা জিয়ার কক্ষে প্রবেশ করেন।

স্ট্যাটাসে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া একটি বড় টেবিলের পেছনে চেয়ারে বসে ছিলেন। টেবিলের সামনে এক পাশে বসেছিলেন আসিফ নজরুল এবং দূরের আরেক পাশে রিপন। কক্ষের অন্য প্রান্তে থাকা বেতের সোফাসেটে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা বসেছিলেন। সেই মুহূর্তগুলো এখনো তার স্মৃতিতে গভীরভাবে গেঁথে আছে বলে উল্লেখ করেন তিনি।

আসিফ নজরুলের এই স্মৃতিচারণ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্যে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক নেতৃত্ব ও ব্যক্তিত্বের নানা দিক স্মরণ করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে