ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

৮৫৫ কোটি টাকায় বহুতল ভবন নির্মাণ করবে সিটি ব্যাংক

২০২৬ জানুয়ারি ০৮ ২১:৪৫:২৯
৮৫৫ কোটি টাকায় বহুতল ভবন নির্মাণ করবে সিটি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: রাজধানী গুলশান-২ এলাকায় নিজস্ব বহুতল অফিস ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি। এই বিশাল প্রকল্প বাস্তবায়নে ব্যাংকটির আনুমানিক ৮৫৫ কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকটি এই তথ্য প্রকাশ করে।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় গুলশান অ্যাভিনিউতে প্রায় ২০ কাঠা জমি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আনুষঙ্গিক খরচসহ এই জমিটি কিনতে ব্যাংকটির ব্যয় হবে ৩৪৫ কোটি টাকা। উল্লেখ্য, এই জমি ক্রয়ের বিষয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে।

সিটি ব্যাংক জানিয়েছে, নবক্রয়কৃত এই জমিটি গুলশানে অবস্থিত তাদের বর্তমান ২০ কাঠা প্লটের ঠিক পাশেই অবস্থিত। ফলে নতুন ও পুরনো জমি মিলিয়ে সেখানে এখন ব্যাংকটির মোট জমির পরিমাণ দাঁড়াবে প্রায় ৪০ কাঠা। এই বিশাল জায়গার ওপরই ব্যাংকটি তাদের পরিকল্পিত বহুতল ভবনটি নির্মাণ করবে।

ব্যাংকের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে যে, এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন গ্রহণ করা হবে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত শর্তাবলি এবং নির্দেশিকা পুরোপুরি অনুসরণ করেই নির্মাণ কাজ সম্পন্ন করবে সিটি ব্যাংক পিএলসি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে