ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

২০২৬ জানুয়ারি ০৯ ১০:২৫:২২
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার আন্তর্জাতিক আইন মেনে চলার কোনো প্রয়োজন নেই। আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আইন অনুসরণকে বাধ্যতামূলক মনে করেন না। মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, “আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই। আমি মানুষকে আঘাত করতে চাই না।” আন্তর্জাতিক আইন মানা তার জন্য প্রয়োজনীয় কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তার কর্মকাণ্ড পরিচালিত হবে কেবল তার নিজস্ব নৈতিকতার ভিত্তিতে। আন্তর্জাতিক আইন মানা না মানার বিষয়টি তার ব্যক্তিগত সংজ্ঞার ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।

গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায়। দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। অভিযানের একপর্যায়ে মার্কিন সেনারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যায়।

সমালোচকদের মতে, এই অভিযান জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কারণ জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ।

হামলার পর ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসন পরিচালনায় ভূমিকা রাখবে এবং দেশটির বিপুল তেলসম্পদ কাজে লাগানো হবে। তবে হোয়াইট হাউস জানায়, তারা অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে সহযোগিতা করবে।

একই সঙ্গে ওয়াশিংটন স্পষ্ট করে জানায়, ভেনেজুয়েলার নীতিনির্ধারণে যুক্তরাষ্ট্র প্রভাব রাখবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন নির্দেশনা অনুসরণ না করা হলে দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে