ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

উত্থানেও ক্রেতা সংকটে হল্টেড ১০ কোম্পানি

২০২৬ জানুয়ারি ০৮ ১৬:১০:৫৬
উত্থানেও ক্রেতা সংকটে হল্টেড ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সূচকের উত্থানের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে। তবে সূচক বাড়লেও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমতে দেখা গেছে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে। দরপতনের কারণে ক্রেতা সংকটে পড়ায় এদিন ১০টি কোম্পানির শেয়ার হল্টেড অবস্থায় লেনদেন বন্ধ থাকে।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— পিপলস লিজিং, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, বিআইএফসি এবং জিএসপি ফাইন্যান্স।

এই তালিকায় সর্বোচ্চ দরপতন হয়েছে পিপলস লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফাস ফাইন্যান্সের। বৃহস্পতিবার ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৬ পয়সা বা ১০ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১ পয়সায়।

তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ পয়সা বা ১০ দশমিক ২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারদর ৫ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর ৫ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। এছাড়া ফার্স্ট ফাইন্যান্সের দর ২০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের দর ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। ফ্যামিলি টেক্সের শেয়ারদর ১০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ, বিআইএফসির ১০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের শেয়ারদর ১০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ হ্রাস পেয়েছে।

আরিফ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে