ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

ঢাবির ৫ ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ০৯ ০৯:২৩:৩৩
ঢাবির ৫ ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সিন্ডিকেট সভায় নেওয়া এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। নিয়ম অনুযায়ী বিষয়টি পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিনেটে উপস্থাপন করা হবে। সিনেট সভায় আলোচনা ও অনুমোদনের পরই ভবনগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে।

নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুটি আবাসিক হল, একটি হোস্টেল এবং দুটি স্টাফ কোয়ার্টার। এগুলো হলো—

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল

শেখ রাসেল টাওয়ার

বঙ্গবন্ধু টাওয়ার

সুলতানা কামাল হোস্টেল

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সিনেট সভায় নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হবে। আলোচনার ভিত্তিতে ভবনগুলোর নতুন নাম নির্ধারণ করা হতে পারে এবং অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে