ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন গ্রহণের সময়সূচি ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৯ ১৬:৪২:৫৪
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন গ্রহণের সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় অবস্থিত তুরস্ক দূতাবাস ভিসা আবেদন গ্রহণের নতুন সময়সূচি ঘোষণা করেছে। দূতাবাসের ঢাকাস্থ অফিসিয়াল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। নির্ধারিত সময় অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ভিসা আবেদন জমা দিতে হবে ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে। দূতাবাসটির ঠিকানা হলো—৬ ফেলানী অ্যাভিনিউ, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, ঢাকা-১২১২।

তুরস্ক দূতাবাস কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়সূচির বাইরে কোনো ভিসা আবেদন গ্রহণ করা হবে না। তাই আবেদনকারীদের সময়মতো দূতাবাসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে