ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিংয়ের থাবা; আস্থার সংকটে বিনিয়োগকারীরা

২০২৬ জানুয়ারি ০৮ ২১:৫০:৫৬
শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিংয়ের থাবা; আস্থার সংকটে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে স্বচ্ছতা বৃদ্ধি এবং ইনসাইডার ট্রেডিংয়ের নেতিবাচক প্রভাব নিয়ে বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘অ্যাকাউন্টিং রিসার্চ ইনিশিয়েটিভ’ (এআরআই)-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে শিক্ষাবিদ, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনে অনুষ্ঠিত এই সেমিনারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মাকসুদুর রহমান সারকার এফসিএমএ।

সেমিনারের সূচনা বক্তব্যে এআরআই-এর পরিচালক প্রফেসর ড. মো. সাইফুল আলম এফসিএমএ তথ্য-প্রমাণ ভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, একাডেমিক গবেষণার ফলাফলগুলো বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের শেয়ারবাজারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই এআরআই-এর মূল লক্ষ্য। নিয়ন্ত্রক সংস্থা ও গবেষকদের মধ্যে নিয়মিত সংলাপের মাধ্যমেই বাজারের বড় বড় সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন।

নিউজিল্যান্ডের ম্যাসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান হাবিব সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি তার গবেষণায় দেখান যে, ইনসাইডার ট্রেডিং বা গোপন তথ্য ব্যবহার করে শেয়ার কেনাবেচা কীভাবে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে। একটি স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বাজার গড়তে হলে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং করপোরেট সংস্কৃতির উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করাও সমানভাবে জরুরি।

আলোচনায় অংশ নিয়ে এআরআই-এর সহযোগী পরিচালক আল-আমিন বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বা ফিন্যান্সিয়াল লিটারেসির অভাবের বিষয়টি সামনে আনেন। তিনি দাবি করেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর পর্ষদে থাকা স্বাধীন পরিচালকদের আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। বিএসইসি ও দুদকের প্রতিনিধিরা ইনসাইডার ট্রেডিং শনাক্তকরণ এবং অর্থ পাচার রোধে বাজারের প্রযুক্তিগত তদারকি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

সেমিনারের শেষাংশে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ অন্যান্য আলোচকরা বাজার তদারকিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন। তারা মনে করেন, নৈতিক করপোরেট আচরণ উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পারলে দেশের শেয়ারবাজার একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাবে। প্রাণবন্ত প্রশ্নোত্তর ও গবেষণালব্ধ তথ্য বিনিময়ের মাধ্যমে এই সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে