ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

শীতের তীব্রতার কারণ নিয়ে হাদিসের ব্যাখ্যা

২০২৬ জানুয়ারি ০৫ ১৫:৫৪:০৭
শীতের তীব্রতার কারণ নিয়ে হাদিসের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জাহান্নাম বছরে দুইবার নিঃশ্বাস নেয়—একবার গ্রীষ্মে এবং একবার শীতে। হাদিসে আরও বলা হয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড গরম ও শীতের তীব্র ঠান্ডা সেই নিঃশ্বাসেরই প্রভাব। এ হাদিসের মাধ্যমে মানুষের অনুভূত চরম আবহাওয়ার পেছনে একটি গায়েবি কারণের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার বৈচিত্র্য নিয়ে প্রশ্ন দেখা দেয়। যেমন—অস্ট্রেলিয়ায় যখন গ্রীষ্মকাল, তখন বাংলাদেশে শীত; আবার ইউরোপের অনেক দেশে গ্রীষ্মকালেও তীব্র গরম অনুভূত হয় না। এতে প্রশ্ন ওঠে, জাহান্নামের নিঃশ্বাস কি নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপরই প্রভাব ফেলে?

এ বিষয়ে আলেমদের ব্যাখ্যায় বলা হয়েছে, পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের পেছনে রয়েছে একাধিক প্রাকৃতিক কারণ—সূর্যের অবস্থান, ভৌগোলিক অবস্থান, সমুদ্রবায়ু, বৃষ্টি ও ঋতুচক্র। তবে এসব দৃশ্যমান কারণের পাশাপাশি রয়েছে গায়েবি কারণ, যা মানুষ কেবল ওহীর মাধ্যমেই জানতে পারে।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শায়খ মুহাম্মদ বিন সালেহ আল-উসাইমীন (রহ.) বলেন, গরম ও শীতের পেছনে বৈজ্ঞানিক ও প্রাকৃতিক ব্যাখ্যা থাকলেও হাদিসে বর্ণিত গায়েবি কারণকে অস্বীকার করা সঠিক নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, সূর্যগ্রহণের পেছনে যেমন জ্যোতির্বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তেমনি সেটি আল্লাহর কুদরতের নিদর্শনও।

আলেমদের মতে, শুধুমাত্র প্রাকৃতিক ব্যাখ্যায় সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান বাস্তবতা ও ওহীভিত্তিক সত্য—উভয়কেই একসঙ্গে গ্রহণ করা উচিত। গ্রীষ্মের দাবদাহ কিংবা শীতের কনকনে ঠান্ডা কেবল আবহাওয়াগত ঘটনা নয়; বরং তা আল্লাহর শক্তি ও আখিরাতের স্মরণ করিয়ে দেওয়ার একটি বার্তা হিসেবেও বিবেচিত।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে