ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

এক সিদ্ধান্তেই বদলে গেল সব—বিমানেই যাত্রীর মৃত্যু

২০২৬ জানুয়ারি ০৭ ১১:৩১:২৫
এক সিদ্ধান্তেই বদলে গেল সব—বিমানেই যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরও জরুরি অবতরণ না করায় বিমানের ভেতরেই এক যাত্রীর মৃত্যু হয়েছে। আলোচিত এই ঘটনাটি ঘটেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটে। ঘটনার পর সংস্থাটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই ফ্লাইটটি অপারেট করছিলেন পাইলট আলেয়া।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি–২০১। ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমায় পৌঁছানোর পর বিমানে থাকা এক যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে, নিকটবর্তী কোনো বিমানবন্দরে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, কন্ট্রোল টাওয়ারের সেই নির্দেশ অমান্য করে পাইলট আলেয়া জরুরি অবতরণ না করে বিমানটি ঢাকায় ফেরত আনার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের আকাশসীমা থেকে ঢাকায় ফিরে আসতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা। এ সময় চিকিৎসা না পাওয়ায় যাত্রী বিমানের ভেতরেই মারা যান।

পরবর্তীতে আবহাওয়াজনিত কারণে ওই দিন ফ্লাইটটি আর লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেনি। এতে অন্যান্য যাত্রীরাও চরম দুর্ভোগে পড়েন।

ঘটনাটি জানাজানি হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিমানের ফ্লাইট সেফটি প্রধানকে। সদস্য হিসেবে রয়েছেন কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যানেজার এবং অ্যাকাউন্টস ও প্যাসেঞ্জার রেভিনিউ প্রসেস র‌্যাপিড বিভাগের ম্যানেজার।

সূত্র জানায়, তদন্ত কমিটি সংশ্লিষ্ট যাত্রীর মেডিক্যাল ফিটনেস, ক্লিয়ারেন্স ও প্রি-ফ্লাইট মেডিক্যাল শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, ফ্লাইট ডাইভারশন বা ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, ইন-ফ্লাইট ফার্স্ট এইড ও জরুরি জীবনরক্ষাকারী ব্যবস্থা সময়মতো নেওয়া হয়েছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে