ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে নেতৃত্বে ৯ কোম্পানি

২০২৬ জানুয়ারি ০৭ ১৫:২৬:১২
বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে নেতৃত্বে ৯ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : টানা দুই কার্যদিবসের পতনের পর বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) সূচকের উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৩ পয়েন্টে। এই উত্থানে নেতৃত্ব দিয়েছে ৯টি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্থানের নেতৃত্ব দেওয়া কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক ও যমুনা ব্যাংক। এসব কোম্পানি মিলিয়ে ডিএসইর প্রধান সূচকে প্রায় ২২ পয়েন্ট যোগ হয়েছে।

তালিকার মধ্যে সর্বাধিক পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। এদিন ব্যাংকটি ডিএসইএক্স সূচকে প্রায় ৭ পয়েন্ট অবদান রাখে। লেনদেনের দিনে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ২ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৬০ পয়সায়। এদিন শেয়ারটির দর ৬৫ টাকা ৯০ পয়সা থেকে ৬৭ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৬১ লাখ ৫ হাজার টাকা।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটি এদিন ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি যোগ করে। লেনদেনের সময় শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা প্রায় ০ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২০৪ টাকা ১০ পয়সায়। শেয়ারটির দর ২০৩ টাকা ৩০ পয়সা থেকে ২০৪ টাকা ৮০ পয়সার মধ্যে লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১৭ কোটি ৪৪ লাখ ৭১ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি ডিএসইর প্রধান সূচকে প্রায় ৩ পয়েন্ট যুক্ত করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৫০ পয়সা বা ১ দশমিক ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ৩৬ টাকা ৯০ পয়সা থেকে ৩৮ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার টাকা।

সূচক বৃদ্ধিতে সহায়তাকারী অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক প্রায় ৩ পয়েন্ট, পূবালী ব্যাংক ২ পয়েন্টের বেশি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ১ পয়েন্টের বেশি, প্রাইম ব্যাংক প্রায় ১ পয়েন্ট, উত্তরা ব্যাংক ১ পয়েন্ট এবং যমুনা ব্যাংক ১ পয়েন্ট যোগ করেছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে