ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

আরডি ফুডের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৭ ১৫:১৫:১৪
আরডি ফুডের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এর অন্যতম কর্পোরেট পরিচালক বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেড। আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বিদিশা ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে বর্তমানে রংপুর ডেইরির মোট ৩৬ লাখ ৫৩ হাজার ৭৮৫টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে প্রতিষ্ঠানটি ১৫ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এই বিক্রয় প্রক্রিয়া আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরেই এই বিশাল পরিমাণ শেয়ার কেনাবেচা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়মিত পোর্টফোলিও পুনর্গঠন বা তারল্য নিশ্চিত করার লক্ষ্যেই অনেক সময় কর্পোরেট পরিচালকরা এ ধরনের শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে শেয়ার বিক্রির আগে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের আগাম ঘোষণা দিতে হয়। সেই ধারাবাহিকতায় বিদিশা ইন্টারন্যাশনাল নির্ধারিত সময়ের মধ্যে ডিএসইর মাধ্যমে তাদের শেয়ার বিক্রির পরিকল্পনা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করেছে।

বাজারে কোনো বড় বিনিয়োগকারী বা কর্পোরেট পরিচালক যখন বড় অংকের শেয়ার বিক্রির ঘোষণা দেয়, তখন সাধারণত সংশ্লিষ্ট শেয়ারের লেনদেনে এক ধরনের চাঞ্চল্য দেখা যায়। রংপুর ডেইরির ক্ষেত্রেও এই ১৫ লাখ শেয়ারের সরবরাহ বাজারে নতুন বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে। তবে বিনিয়োগকারীদের জন্য এই ধরনের সংবাদের ভিত্তিতে সতর্কতার সাথে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ।

জুয়েল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে