ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর পুরো কাহিনী এক ক্লিকে

২০২৬ জানুয়ারি ০৭ ১২:২৪:৫৬
ওসমান হাদি হত্যার নির্দেশদাতা বাপ্পীর পুরো কাহিনী এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ জানিয়েছেন, ওসমান বিন হাদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার নির্দেশদাতা ছিলেন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।

ডিবি প্রধান আরও জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন ফয়সাল করিম, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা, এবং তার সহযোগী আলমগীর, যিনি আদাবর থানা যুবলীগের সদস্য। তবে এদের কেউই গ্রেপ্তার হয়নি; তারা বর্তমানে ভারতে পালিয়ে রয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে ফিলিপ নামের একজন পলাতক রয়েছেন। হত্যার পেছনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে হাদির নিষিদ্ধ আওয়ামী-বিরোধী কর্মকাণ্ড।

ওসমান হাদি হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ১৭ জনের মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫ জন পলাতক। ডিবি প্রধান জানান, ফয়সালের ভিডিওবার্তা থাকলেও তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন, ১২ ডিসেম্বর, ঢাকার পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, এবং তিন দিন পর ১৮ ডিসেম্বর হাদির মৃত্যু হয়।

ফয়সাল করিম মাসুদকে আসামি করে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুতে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে