ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

জানা গেল ওসমান হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান

২০২৬ জানুয়ারি ০৭ ১৫:১৫:২৪
জানা গেল ওসমান হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে রয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, বাপ্পী কলকাতার রাজারহাট এলাকার ওয়েস্ট বেড়াবেড়ি, মেঠোপাড়া, ঝনঝন গলির একটি চারতলা ভবনের প্রথম তলার এ-৩ ফ্ল্যাটে অবস্থান করছেন। সেখানে তার সঙ্গে আওয়ামী লীগের আরও চার থেকে পাঁচজন কর্মী রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বাপ্পী ওই এলাকায় অবস্থান করছেন এবং পুলিশ পরিচয় ব্যবহার করে আত্মগোপনে রয়েছেন। তবে সরেজমিনে ওই ফ্ল্যাটে গেলে বাপ্পীকে পাওয়া যায়নি। এ সময় ফ্ল্যাটে থাকা দলীয় কর্মী ও শেরেবাংলা থানা এলাকার যুবলীগ নেতা শফিক জানান, বাপ্পী বর্তমানে সেখানে নেই। তিনি দাবি করেন, “আমাদের বিরুদ্ধে হাদি হত্যা মামলার কোনো অভিযোগ নেই। মামলাটি শুধু বাপ্পী ভাইয়ের বিরুদ্ধে করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।”

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফয়সালের দুটি ভিডিও ছড়িয়ে পড়লেও তদন্তে তার অবস্থান ভারতে বলে নিশ্চিত হওয়া গেছে।

ডিবিপ্রধান আরও জানান, হাদি হত্যা মামলায় মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে, এর মধ্যে ১২ জন গ্রেপ্তার এবং ৫ জন পলাতক। পলাতকরা হলেন—গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেলচালক আলমগীর শেখ, মানব পাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং ফয়সালের বোন জেসমিন।

তিনি বলেন, “এ পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হাদি হত্যার মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারী পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর বাপ্পী। তদন্তে নতুন কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে সম্পূরক চার্জশিট দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে