ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

সর্বোচ্চ দরে আটকে গেল ৫ কোম্পানির শেয়ার

২০২৬ জানুয়ারি ০৭ ১৬:০০:৩২
সর্বোচ্চ দরে আটকে গেল ৫ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বুধবার (০৭ জানুয়ারি, ২০২৬) সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৩ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় মোট ৩৮৮টি প্রতিষ্ঠান, যার মধ্যে ১৯৩টির শেয়ার দর বেড়েছে।

দর বৃদ্ধিকারী এসব প্রতিষ্ঠানের মধ্য থেকে ৫টি কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের চাহিদা ছিল সবচেয়ে বেশি। তবে এদিন সর্বোচ্চ দরেও এসব শেয়ারে বিক্রেতা না থাকায় লেনদেন স্থগিত (হল্টেড) হয়ে যায়। স্টকনাও সূত্রে এসব তথ্য জানা গেছে।

হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো— ঝিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, ফ্যামিলিটেক্স, রিজেন্ট টেক্সটাইল ও নূরানী ডাইং। এদিন এসব শেয়ারে ক্রেতার চাপ থাকলেও বিক্রেতার অভাবে লেনদেন সম্পন্ন হয়নি।

কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধিতে শীর্ষে ছিল ঝিলবাংলা সুগার। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ১১৫ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ১২৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।

দর বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে ছিল শ্যামপুর সুগার। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩২ টাকা ৮০ পয়সায়। শেয়ারটির দর ১১৫ টাকা থেকে ১৩২ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২ লাখ ৭৮ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ফ্যামিলিটেক্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়। লেনদেনের সময় শেয়ারটির দর ১ টাকা থেকে ১ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয় ৬ লাখ ৬৪ হাজার টাকা।

এছাড়া, রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ৩০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯০ পয়সায় এবং নূরানী ডাইংয়ের শেয়ার দর ১০ পয়সা বা ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ টাকায়।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে