ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

চলছে নোয়াখালী বনাম ঢাকার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে

২০২৬ জানুয়ারি ০৭ ১৪:৫২:৪৩
চলছে নোয়াখালী বনাম ঢাকার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে

স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে বিপিএলের ১৫তম ম্যাচে মাঠে নামে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস। টসে জিতে ব্যাটিং না করে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা। সিলেটের উইকেটে থাকা আর্দ্রতা ও সকালের দিকে পেসারদের বাড়তি সহায়তার বিষয়টি মাথায় রেখেই এই কৌশলে এগোয় ঢাকা।

ঢাকার পরিকল্পনা যে একদম নিখুঁত ছিল, তা প্রমাণ মেলে ইনিংসের শুরুতেই। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকার গতিময় পেস আক্রমণের সামনে ছন্দ খুঁজে পায়নি তাদের ব্যাটাররা। একের পর এক উইকেট হারিয়ে শুরুতেই বড় সংগ্রহ গড়ার স্বপ্ন ধাক্কা খায় দলটির।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১৮.২ ওভার শেষে নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১২ রান। কঠিন এই সময়ে দলের হাল ধরেছেন নির্ভরযোগ্য ব্যাটার হায়দার আলী ও অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। শেষ দুই ওভারে এই জুটির ব্যাটেই এখন তাকিয়ে আছে নোয়াখালী শিবির। দ্রুত রান তুলতে পারলে ১২০ পেরোনোর আশায় বুক বাঁধছে দলটি।

বল হাতে শুরু থেকেই নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিং করেছে ঢাকা ক্যাপিটালস। পাওয়ারপ্লেতে তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন দুর্দান্ত লাইন-লেংথে বল করে নিয়মিত উইকেট তুলে নেন। তাদের গতি ও সুইংয়ের সামনে নোয়াখালীর টপ অর্ডার পুরোপুরি ব্যাকফুটে চলে যায়।

মাঝের ওভারগুলোতে হায়দার আলী ও মোহাম্মদ নবীর ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে উঠলেও ঢাকার বোলাররা চাপ ধরে রাখতে সক্ষম হয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণ এখনো পুরোপুরি ঢাকার হাতেই। ধারণা করা হচ্ছে, পুরো ইনিংস ১১৪ থেকে ১২০ বলের মধ্যেই শেষ হবে। ডেথ ওভারে ঢাকার লক্ষ্য থাকবে নোয়াখালীকে ১২০ থেকে ১৩০ রানের মধ্যেই আটকে রেখে চেজ সহজ করা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সরকার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে