ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

৩ মাস ফোন বন্ধ হবে না বলে জানাল পুলিশ

২০২৬ জানুয়ারি ০৫ ০৮:১৫:১৪
৩ মাস ফোন বন্ধ হবে না বলে জানাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : আগামী তিন মাস কোনো মোবাইল ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ডিসি মাসুদ আলম বলেন, আগামী তিন মাসের জন্য কোনো মোবাইল ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর আগের সব স্টক লটকে বৈধ হিসেবে গণ্য করা হবে। পাশাপাশি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ ছাড় দেবে, যাতে তারা শোরুম মূল্যের চেয়ে কম দামে ফোন বিক্রি করতে পারেন।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এনইআইআর চালুর ঘোষণা দেয়। ব্যবসায়ীদের আপত্তির মুখে কার্যকরের সময় পিছিয়ে ১৫ দিন বাড়িয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়।

এনইআইআর পদ্ধতির প্রতিবাদে গত ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

বিটিআরসি জানিয়েছে, এনইআইআর কার্যকর হলে দেশে কেবল বৈধ ও সরকার অনুমোদিত মোবাইল হ্যান্ডসেটই নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। অবৈধভাবে আমদানি করা ফোন কিংবা বিদেশ থেকে অবৈধ পথে আনা পুরনো ফোন নেটওয়ার্কে সংযুক্ত করা যাবে না। তবে এনইআইআর চালুর আগ পর্যন্ত ব্যবহৃত কোনো ফোন বন্ধ করা হবে না।

সরকারের অভিযোগ, কিছু ব্যবসায়ী কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড ও ব্যবহৃত ফোন অবৈধভাবে দেশে এনে বাজারজাত করছে। এসব অনিয়ম বন্ধ করতেই এনইআইআর ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে