ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আইন লঙ্ঘনের দায়ে সৌদি আারবে ১৭ হাজার গ্রেফতার

২০২৪ মে ২৭ ০৬:৫৮:১৭
আইন লঙ্ঘনের দায়ে সৌদি আারবে ১৭ হাজার গ্রেফতার

প্রবাস ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজারের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আবাসিক, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আইন ভঙ্গের কারণে গত ১৬ থেকে ২২ মে পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দশ হাজার ৬৬২ জনকে। সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার ১৪৭ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার ২২১ জনকে।

আরও এক হাজার ১১৯ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময়, যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক।

এছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় ৬৫ জনকে। ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্নভাবে অনিয়মকারীদের আশ্রয় দেওয়ার জন্য।

এছড়াও, বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনকে। ১৩ হাজার ৬৪৬ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত লঙ্ঘনকারীদের সহযোগিতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এই ক্ষেত্রে, অপরাধীদের ১৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল রিয়াল পর্যন্ত জরিমানা করা যেতে পারে। সম্পত্তি-ও বাজেয়াপ্ত হতে পারে।

শেয়ারনিউজ, ২৭ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে