ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এডিএন টেলিকমের ডিভিডেন্ড অনুমোদন

২০২৫ ডিসেম্বর ১৫ ২৩:০৮:১০
এডিএন টেলিকমের ডিভিডেন্ড অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৪–২৫ অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করে।

সোমবার (১৫ ডিসেম্বর) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এজিএমে সভাপতিত্ব করেন পরিচালক পর্ষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ। এতে পরিচালকদের মধ্যে মো. মঈনুল ইসলাম, মো. মাহফুজ আলী সোহেল উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মো. মারুফ, দিদারুল হক খান, ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন এবং সিএফও নাজিম উদ্দিন।

কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কোম্পানির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। শেয়ারহোল্ডারগণ তাদের মূল্যবান ও ইতিবাচক মতামত দেন, কোম্পানির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং আরও উন্নতির জন্য গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে