ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

২০২৪ মে ২০ ১৭:১০:৪১
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

প্রবাস ডেস্ক : যারা মালয়েশিয়া যেতে চায় তাদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ সোমবার (২০ মে) জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া গমনেচ্ছু অভিবাসী কর্মীগণকে জানানো যাচ্ছে যে, বর্তমান কোটার আওতায় মালয়েশিয়ান সরকার বাংলাদেশসহ ১৪টি প্রেরণকারী দেশ থেকে আগামী ৩১ মে'র মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে।

বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ায় গমনেচ্ছু অভিবাসী কর্মীদেরকে মালয়েশিয়া সরকারের দেয়া ই-ভিসা, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর বহির্গমন ছাড়পত্র এবং এয়ারলাইন্সের ভ্রমণ টিকিটসহ যাবতীয় ডকুমেন্টের সঠিকতা যাচাই-বাছাই করে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি গ্রহণের অনুরোধ করা হয়েছে।

সরকার কর্তৃক মালয়েশিয়ার ক্ষেত্রে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০/- টাকা। এর অতিরিক্ত অর্থ লেনদেন না করার এবং কোনও উপযুক্ত ডকুমেন্ট/রশিদ বা ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোনোভাবে উক্ত লেনদেন না করার জন্যও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে