ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

২০২৪ এপ্রিল ২৮ ০৯:৩৫:৫০
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

প্রবাস ডেস্ক : ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (২৭ এপ্রিল) ভিচেন্সায় সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাজী আব্দুল হালিমের উদ্যোগে প্রবাসীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিচেন্সার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশি ব্যবসায়ীসহ প্রায় ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলা কমিউনিটির নেতা এমদাদুর রহমান চৌধুরী, আহমেদ, রনি শেখ, মাসুদ আলী, জামাল উদ্দিন, বিপুল দাস, সেলিম হোসেন, আব্দুর সাত্তার, মঞ্জুর রহমান, জাহাঙ্গীর হোসেন বাবলুসহ আরও অনেকই।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া বিভিন্ন রকমারি বাংলা খাবার পরিবেশন করা হয় এই পুনর্মিলনী অনুষ্ঠানে।

হাজি আব্দুল হালিমের দেশের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কলাবাড়ি গ্রামে। তিনি ২০১০ সালে ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমান। ইতালির ভিচেন্সায় একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী তিনি।

বর্তমানে ইতালিতে তার তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিদেরও।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে