ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

জাপানে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

২০২৪ এপ্রিল ১৬ ১৫:৩৬:০৭
জাপানে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

প্রবাস ডেস্ক : জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে রোববার সকালে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যসহ জাপানের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা নববর্ষ উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রা শেষে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত অতিথিদের নববর্ষের শুভেচ্ছা জানান। স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশে-বিদেশে তুলে ধরতে সবাইকে কাজ করার আহ্বান জানান।

পরে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে স্থানীয় বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ারবাজার, ১৬ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে