ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানে বৈশাখি মেলার আয়োজন করছেন প্রবাসীরা

২০২৪ এপ্রিল ১৬ ১১:৩৩:২০
ওমানে বৈশাখি মেলার আয়োজন করছেন প্রবাসীরা

প্রবাস ডেস্ক : ওমানে বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের উদ্যোগে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) পাঁচ তারকা আল নাহাদা রিসোর্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈশাখী মেলা।

বর্ণাঢ্য, বর্ণিল ও স্বপ্নময় এই মেলা সফল করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ওমানে বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মীরা। বিদেশে ওমানের এই বৈশাখী মেলা প্রমাণ করবে স্থানীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীরা কতটা আন্তরিক।

সম্প্রতি ক্লাব চেয়ারম্যানের সভাপতিত্বে সোশ্যাল ক্লাবের কনফারেন্স হলে ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদকের সঞ্চালনায় ক্লাবের সকল নির্বাহী সদস্য ও কমিউনিটি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, এ আর সবুজ শিকদার, নূর হোসেন তালুকদার, ইয়াসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, কাজী রাশেদ, শাহাবুদ্দিন,রোকনউদ্দিন ও তহিদুল আলম উপস্থিত ছিলেন।

এই বৈশাখী মেলা সর্বকালের সেরা হবে বলে সবাই প্রত্যাশা করে। এই মেলায় দেশের প্রতিটি অঞ্চলের খাবারের দোকান থাকবে। কয়েকটি ব্র্যান্ডেড রেস্তোরাঁ ইতিমধ্যেই স্টল বুক করে রেখেছে। যেখানে আপনি কম খরচে প্রতিটি অঞ্চলের ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পাবেন।

এছাড়াও রয়েছে অসংখ্য দেশীয় পণ্যের সমাহার। অল্প সংখ্যক স্টল খালি আছে, যেগুলো আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বরাদ্দ করা হয়।

শেয়ারবাজার, ১৬ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে