ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপন

২০২৪ এপ্রিল ১২ ১১:৩৩:৩৭
অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতর উদযাপন

প্রবাস ডেস্ক : এক মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনা ও মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার ঈদুল ফিতর উৎযাপন করা হয়।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে করতে সকাল ৬টা থেকে মুসল্লিরা ছুটে আসেন প্যারি পার্কে।

ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত সকাল ৮টায়। ঈদের শেষ জামা অনুষ্ঠিত হয় সকাল ৯ টার সময়। প্রবাসীরা জানান, অস্ট্রেলিয়ায় আমাদের দেশের মতো ঈদের নামাজের জন্য আলাদা কোনো ঈদগাহ নেই। তাই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদ, মাসাল্লা, পার্ক, কমিউনিটি হল ও স্কুলে ঈদের নামাজ আদায় করেন।

দেশটির বিভিন্ন প্রদেশে অনুষ্ঠিত ঈদ জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। জনবসতি এলাকাগুলিতে এমনও দেখা গেছে যে, একই স্থানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঈদের জামাত আদায় করা হয়।

ঈদের বড় জামাতগুলোর মধ্যে রয়েছে সিডনির এবান,লিডকম,লাকেম্বার দারুল উলুম, কেন্দ্রীয় মসজিদ, প্যারি পার্ক কমিউনিটি সেন্টার, মিন্টো, রকডেল মসজিদ। প্যারি পার্কে দাওয়াত ইসলামী অস্ট্রেলিয়ার তিনটি জামাত অনুষ্ঠিত হয়।এছাড়া অন্যান্য স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জামাত শেষে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বস্তরের মানুষ আনন্দ ভাগাভাগি করে।

শেয়ারনিউজ, ১২ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে