ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা

২০২৪ এপ্রিল ১১ ১৬:২১:১৫
কুয়েতে ঈদুল ফিতর উদযাপন করলেন বাংলাদেশিরা

প্রবাস ডেস্ক : সৌদি আরবের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন।

কুয়েত স্থানীয় সময় সকাল ৫টা ৪৩ মিনিটে খেলার মাঠসহ ৫৩টি উন্মুক্ত স্থানে ঈদগাহ ও সাপ্তাহিক জুমা মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুয়েতের বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েতের মসজিদ আল কবিরে। যেখানে ১০ হাজার পুরুষ এবং ১ হাজার মহিলা জামাতে নামাজ পড়তে পারেন।

প্রবাসী বাংলাদেশিরা পরিচিত বন্ধুবান্ধবদের নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মসজিদে ছুটে আসেন।

কুয়েতের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় প্রায় ২০ মসজিদের বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। বাংলা খুতবার বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির সালেহ আল ফুদালা মসজিদে।

এদিকে সকাল ৯টা-১২টা পর্যন্ত কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এই সময় কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মনিরুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে