ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকবে মেট্রোরেল

২০২৫ ডিসেম্বর ১৬ ১১:৪৭:২১
নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএলের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে। এ কারণে নিরাপত্তাজনিত ব্যবস্থার অংশ হিসেবে বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

সাময়িক এই বিরতির ফলে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে