ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

২০২৪ এপ্রিল ১১ ১৬:১৫:১৬
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক : চলন্ত গাড়ির টায়ার ফেটে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি লেনের মধ্যে গিয়ে গার্ডেলে ধাক্কা দেওয়ার আগে উল্টে যায়।

বুধবার ঈদের দিন স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া। তারা তিনজনই বাংলাদেশি। তারা সবাই ক্যামেরন হাইল্যান্ডের বৃক্ষরোপণ কর্মী।

এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ সোহেল (২৪)। তিনি পেট, মাথা ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে তাপাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাম্পার পুলিশ প্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজনকে বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ডস থেকে কুয়ালালামপুর যাচ্ছিল।

চলন্ত গাড়ির টায়ার ফেটে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি লেনের মধ্যে গিয়ে গার্ডেলে ধাক্কা দেওয়ার আগে উল্টে যায়। পরে একটি লরি এসে পেছন থেকে গাড়িটিকে ধাক্কা দেয়।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে