ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

যুক্তরাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

২০২৪ এপ্রিল ১১ ১১:৩৩:৪১
যুক্তরাজ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক : এক মাস সিয়াম সাধনার পর বুধবার স্থানীয় সময় যুক্তরাজ্য জুড়ে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একটি পৃথক বার্তায়, সংসদের বিরোধীদলীয় নেতা এবং লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারও তাকে অভিনন্দন জানিয়েছেন।

লন্ডনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রিজেন্টস পার্ক সেন্ট্রাল মসজিদে। এখানে সকাল ৭টা থেকে শুরু করে এক ঘণ্টা পর পর ৬টি জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের ইস্ট লন্ডন মসজিদ এবং ব্রিকলেন মসজিদেও চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

লন্ডন ছাড়াও বাংলাদেশি অধ্যুষিত অন্যান্য যুক্তরাজ্যের অন্যান্য শহর লোটন, বার্মিংহাম, ওল্ডহাম, ম্যানচেস্টার, সান্ডারল্যান্ড, ব্রাডফোর্ড, নিউক্যাসল, কার্ডিফ, গ্লাসগো ও এডিনবরায় প্রত্যেকটি ঈদের জামায়াতে বিপুলসংখ্যক মানুষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ঈদ উদ্‌যাপন করছেন।

বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও শিশুদের জন্য ছিল বিনোদনের ব্যবস্থা।

এক ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘যুক্তরাজ্যের সব মুসলমানদের প্রতি ঈদ মোবারক! দীর্ঘ এক মাস রোজা রাখার পর ঈদ সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমি জানি এই বছর সবাই বিশেষ করে ফিলিস্তিনের গাজার জন্য চিন্তা করছেন। সেখানকার রক্তপাত ও দুর্ভোগ অসহনীয়।’

তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, এই সংঘাতের অবসান ঘটাতে আমরা যা করতে পারি, তা করছি। জিম্মিদের মুক্তি, গাজার বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাকারী খাদ্য আশ্রয় ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার চেষ্টা করছি।’

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে