ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

২০২৪ এপ্রিল ১১ ১১:১৪:১৫
ইতালিতে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ইতালি প্রবাসীরা। বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবের পাশাপাশি ইতালির রাজধানী রোমসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

ভ্রাতৃত্বের বন্ধনে প্রতি বছর এই দিনে প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম উম্মাহ একত্রিত হয়ে নামাজ আদায় করেন।

রোমের লারগো প্রেনেস্টে, পিয়াজা ভিত্তোরিও ন্যাশনাল ঈদগাহ মাঠ, বাঙালি অধ্যুষিত এলাকা ভেনিসের তারপিনাত্তারা ব্রোকেন ওয়াল পার্কসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

লারগো প্রেনেস্টে পরপর দুটি মণ্ডলী হয়েছে। সেখানে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

প্রতিটি জামাতে মুসল্লিদের ভিড় ছিল। ইতালিতে দুই লাখের বেশি বাংলাদেশি বসবাস করে। ফলে খোলা মাঠ ছাড়াও বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ইতালি প্রবাসী মোবারক হোসেন বলেন, "এই ঈদের সকালটা আমার খুব ভালো কেটেছে, বাচ্চাদের নিয়ে খোলা মাঠে ঈদের নামাজ পড়লাম। তারপর বাসায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার দোকানে যাই। এভাবেই। দিন যায়

এছাড়াও সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রোমের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় করেন। এসময় বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ারনিউজ, ১১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে