ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চাচাকে হত্যা করে নিউইয়র্কে গ্রেফতার ভাতিজা

২০২৪ এপ্রিল ০৮ ১০:২৩:৪৪
চাচাকে হত্যা করে নিউইয়র্কে গ্রেফতার ভাতিজা

প্রবাস ডেস্ক : বাংলাদেশের মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার শুলপুর গ্রামে তার ৭২ বছর বয়সী চাচা মাইকেল রোজারিওকে গুলি করে হত্যার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান জ্যানেট রোজারিওকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

নিউইয়র্কে এফবিআই বৃহস্পতিবার (০৪ এপ্রিল) জ্যানেট রোজারিওকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে মাইকেল রোজারিও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। চাচা-ভাতিজা দুজনেই ব্রঙ্কসে থাকতেন। প্রিন্সিপাল ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম. আর্জেন্টিয়েরি, ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এর ক্রিমিনাল ডিভিশনের প্রধান

এ প্রেক্ষাপটে মুন্সীগঞ্জে দায়ের করা মামলায় বলা হয়, খুন ব্যক্তি ও অভিযুক্ত ব্যক্তি উভয়েই মার্কিন নাগরিক। যখন একজন আমেরিকান অন্য আমেরিকানকে হত্যা করে, সেটা যেখানেই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী হত্যাকারীকে অবশ্যই শাস্তি পেতে হবে।

অপরাধ তদন্তকারি সংস্থা এই হত্যা মামলার সরেজমিনে তদন্ত শেষে যথাযথ আইনী প্রক্রিয়া অবলম্বনে বদ্ধ পরিকর। সে আলোকেই নিউইয়র্ক এবং লসএঞ্জেলেসের এফবিআই কর্মকর্তারা বাংলাদেশে গিয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির গতিবিধি অবলোকনের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সহযোগিতায় নিউইয়র্কে এনে ৪ এপ্রিল গ্রেফতার দেখিয়ে সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে সোপর্দ করা হয়।

মামলার (24 CRIM 185) বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ১১ জুন রাতে জেনেট রোজারিও বন্দুকের গুলিতে হত্যা করেন মাইকেল রোজারিওকে। এই হত্যাকাণ্ডের ঘণ্টাখানেক আগে ঐ জমি নিয়ে এক সালিশ-বৈঠক হয়।

জ্যানেট সভার সিদ্ধান্ত মানতে নারাজ। হত্যার পর স্থানীয় পুলিশ বন্দুকের মুখে জ্যানেটকে গ্রেপ্তার করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রোজারিও এ সময় গণমাধ্যমকে বলেন, গ্রামে এক খণ্ড জমি নিয়ে আগে থেকেই চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল।বিরোধ মেটাতে সম্প্রতি উভয়েই বাংলাদেশ সফর করেন। আদালত সূত্রে জানা গেছে, জ্যানেটকে তার পাসপোর্ট জব্দ এবং জামিন ছাড়াই কারাগারে রাখা হয়েছে।

বিক্রমপুরে আরও তদন্ত চালাচ্ছে এফবিআই। এরপর শুরু হবে বিচার। মুন্সীগঞ্জের আদালতে কী হচ্ছে সেদিকেও নজর রাখছে মার্কিন কর্তৃপক্ষ।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে