ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মরুর তাঁবুতে প্রবাসীদের রাজকীয় ইফতার

২০২৪ এপ্রিল ০৫ ১৭:৩৩:৩৬
মরুর তাঁবুতে প্রবাসীদের রাজকীয় ইফতার

প্রবাস ডেস্ক : প্রবাসীদের জীবনে অবসর আর বিনোদন বলে কিছু নেই। সময়টা খুব একটা মেলে না। সারাদিন খাটা-খাটুনি শেষে প্রায় সবাইকে বাড়ি ফিরে রান্না করতে হয়ে।

কিন্তু বছর ঘুরে পবিত্র রমজান এলে তারা কিছুটা রেহাই পায়। এই সময়ে ইফতার নিয়ে তাদের চিন্তা করতে হয় না।

কাতারের আল মিরার- শহর আর মরুর মিশ্রণে গড়া এই অঞ্চলে কর্মরত প্রবাসীরা তাই লাইনে দাঁড়িয়ে তাঁবুতে ঢুকছেন ইফতারের জন্য। তাঁবুর এই আয়োজনে যারা অংশ নেন তাদের বেশিরভাগই প্রবাসী। দূর-দূরান্ত থেকেও আসেন বাংলাদেশি প্রবাসীরা।

রমজানের সময়ে তাঁবুতে পৃথক পৃথক দস্তরখানা রাখা হয়। প্রত্যেকটিতে পানির বোতল এবং কিছু ফল রাখা।

যদিও এখানেই শেষ নয়, কিছুক্ষণ পরেই আসতে যাচ্ছে এমনসব খাবার যা দেখে জিভে পানি আটকানো মুশকিল হয়ে পড়বে।

ধীরে ধীরে প্রবাসীদের সমাগম বাড়ে, একজন একজন করে তাঁবুতে ঢুকে তারা যে যার মত করে আসন নেন।

অবশেষে চলে এলো খাবার। বড় বোলে ইফতার নিয়ে আসছেন স্বেচ্ছাসেবকরা। যে খাবারের জন্য এত অপেক্ষা।

যারা আলাদা বসেছেন তাদের জন্য রয়েছে প্যাকেট করা খাবার।

অন্যদের জন্য বিরিয়ানি সাথে আস্ত চিকেন থাকলেও তাদের জন্য বরাদ্দ মুরগীর অংশ বিশেষ, সাথে জুস এবং খেজুরও আছে। রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। কারণ এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দেন।

সেই সওয়াবের আশায় দেশজুড়ে কাতারিদের ইফতার আয়োজনও চোখে পড়ার মত।

শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে