ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬
Sharenews24

জেড ক্যাটাগরিতে ৯ কোম্পানি, একদিনেই শেয়ারে বড় ধস

২০২৬ জানুয়ারি ০৪ ২৩:৩০:৩৬
জেড ক্যাটাগরিতে ৯ কোম্পানি, একদিনেই শেয়ারে বড় ধস

নিজস্ব প্রতিবেদক: করপোরেট সুশাসন ও বিধিবিধান পালনে ব্যর্থতার দায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৯টি কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ায় রোববার (৪ জানুয়ারি) এসব শেয়ারের দরে বড় ধরনের ধস নেমেছে। মূলত নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোকে এই শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছে। ডিএসইর এই সিদ্ধান্তের পর বিনিয়োগকারীদের মাঝে ‘জেড’ গ্রুপের শেয়ার নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়। ফলে ‘জেড’ গ্রুপের শেয়ারগুলো লোকসানেই ছেড়ে দিতে শুরু করেন বিনিয়োগকারীরা। ফলে এই গ্রুপের শেয়ারে আজ বড় ধরণের পতন লক্ষ্য করা যায়।

এদিন পতনের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংস, জেমিনি সি ফুড, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং বিচ হ্যাচারির শেয়ার দর একদিনেই প্রায় ১০ শতাংশ করে কমেছে। এছাড়া ফু-ওয়াং ফুড ও ওমেক্স ইলেকট্রোডও বড় দরপতনের শিকার হয়েছে। বি-ক্যাটাগরি থেকে অবনমন হওয়া এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং কাটতলি টেক্সটাইলের শেয়ার দরেও বড় পতন লক্ষ্য করা গেছে। বিশেষ করে জেমিনি সি ফুডের শেয়ার এক সেশনেই তাদের মূল্যের প্রায় ১০ শতাংশ হারিয়েছে।

তালিকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককেও ‘জেড’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ব্যাংকটি ইতিমধ্যে নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর সঙ্গে একীভূত হওয়ায় বাজারে এর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়েনি। কারণ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের লেনদেন বন্ধ। সাধারণত শেয়ারবাজারে যেসব কোম্পানি ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, নিয়মিত এজিএম করে না কিংবা ছয় মাসের বেশি উৎপাদন বন্ধ রাখে, তাদের ‘জাঙ্ক’ বা ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়।

কোনো কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলে সেটির লেনদেন প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়ে। এ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের এখন টি+৩ সেটলমেন্ট সাইকেল অনুসরণ করতে হবে এবং লেনদেন হবে শুধুমাত্র ক্যাশ সেটলমেন্টের ভিত্তিতে। এর ফলে এই শেয়ারগুলোর তারল্য কমে যায় এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সাধারণত ঝুঁকি এড়াতে এসব শেয়ার থেকে মুখ ফিরিয়ে নেয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই দরপতন ছিল প্রত্যাশিত। কারণ ‘জেড’ ক্যাটাগরি মানেই উচ্চ ঝুঁকি এবং সুশাসনের অভাব। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা পূর্বানুমতি ছাড়া তাদের শেয়ার বিক্রি করতে পারেন না। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এবং কোম্পানিগুলোকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের তদারকি ও কঠোরতা বাড়ানো হয়েছে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে