ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার উঠছে কার হাতে?

২০২৫ ডিসেম্বর ১৬ ১৩:৩৯:২৩
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার উঠছে কার হাতে?

স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ হয় ফুটবলের সবচেয়ে বড় আন্তর্জাতিক আসর, তবে ব্যক্তিগত মর্যাদার দিক থেকে সবচেয়ে বড় সম্মান পাওয়া যায় ফিফার বর্ষসেরা অ্যাওয়ার্ড বা ‘ফিফা দ্য বেস্ট’ থেকে। এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের বিজয়ী আজ ১৬ ডিসেম্বর ২০২৫ ঘোষণা করা হবে।

পুরুষ বিভাগের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এবার এগিয়ে আছেন পিএসজির ফরাসি স্ট্রাইকার উসমান দেম্বেলে। ক্লাব পিএসজিকে লিগ, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ এবং লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে সাফল্যের মুখে নিয়ে আসতেও ছিল তাঁর অবদান গুরুত্বপূর্ণ।

অ্যাওয়ার্ডের বিস্তারিত:

তারিখ: ১৬ ডিসেম্বর ২০২৫

সময়: বাংলাদেশ সময় রাত ১১টা

স্থান: ফেয়ারমন্ট কাতারা হল, দোহা

লাইভ দেখার সুবিধা: ফিফার ওয়েবসাইট

মূল পারফরম্যান্সের সময়কাল: ১১ আগস্ট ২০২৪ থেকে ২ আগস্ট ২০২৫

ভোটে অংশ নিয়েছেন জাতীয় দলের অধিনায়ক, কোচ, আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা এবং অনলাইনে বিশ্বের ১ কোটি ৬০ লাখের বেশি ফুটবলপ্রেমী।

৮টি ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার:

বর্ষসেরা ফুটবলার (পুরুষ ও নারী)

বর্ষসেরা কোচ (পুরুষ ও নারী)

বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ ও নারী)

বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড, পুরুষ ও নারী)

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড

বিশেষ সম্মাননা

বর্ষসেরা সমর্থক দল

বর্ষসেরা একাদশ (পুরুষ ও নারী)

পুরুষ বিভাগের দেম্বেলের প্রতিদ্বন্দ্বী ১০ জন:

লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, পেদ্রি, কোল পালমার, ভিতিনিয়া, রাফিনিয়া, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, হ্যারি কেইন, মোহামেদ সালাহ।

নারীদের বর্ষসেরায় মনোনীত ১১ জন:

আইতানা বোনমাতি, সান্দি বালতিমোর, নাতালি বিয়র্ন, লুসি ব্রোঞ্জ, মারিওনা কালদেন্তে, তেমওয়া চাউইঙ্গা, কাদিদিয়াতু দিয়ানি, মেলচি দুমোরনাই, পাত্রি গুইহারো, লিন্ডসে হিপস, লরেন জেমস।অন্যান্য মনোনীতরা: ক্লো কেলি, এভা পাজর, ক্লদিও পিনা, আলেক্সিয়া পুতেয়াস, অ্যালেসিয়া রুশো, লিহ উইলিয়ামসন।

ফিফা দ্য বেস্টের এই আয়োজনে বিশ্বের সেরা ফুটবল তারকারা এক ছাতার নিচে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ফুটবল প্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ সন্ধ্যার সাক্ষী হয়ে উঠবে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে