ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

২০২৫ ডিসেম্বর ১৬ ১২:০০:৩০
বিজয় দিবস নিয়ে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে টানা নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী এতে সক্রিয়ভাবে যুক্ত হয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতও ১৬ ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে আসছে।

তবে বাস্তবতা হলো, এই দিনের মূল বিজয় বাংলাদেশেরই। কারণ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরেই একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে এবং বাঙালি জাতি কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ পায়।

মহান বিজয় দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন। তবে ওই পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি, যা নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে মোদি লেখেন, “বিজয় দিবসে আমরা সেই সাহসী সেনাদের স্মরণ করছি, যাদের বীরত্ব ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের অটল মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে এবং ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে।”

এর আগে একই দিন ভারতের ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবস উপলক্ষে একটি পৃথক বার্তা প্রকাশ করে। সেখানে তারা ১৯৭১ সালের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সাহসিকতা ও আত্মত্যাগের কথা উল্লেখ করে জানায়, বিজয় দিবস কেবল একটি দিন নয়; এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও চূড়ান্ত বিজয়ের প্রতীক।

ভারতীয় সেনাবাহিনী আরও জানায়, এই যুদ্ধ ছিল এমন এক অধ্যায়, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টাই বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যায়। এই বিজয় শুধু সামরিক ইতিহাস নয়, দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র বদলে দেয় এবং নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্ম নিশ্চিত করে।

বার্তায় আরও বলা হয়, ১৯৭১ সালের এই যুদ্ধ পাকিস্তানি সেনাবাহিনীর চালানো ব্যাপক নির্যাতন, নিপীড়ন ও নৃশংসতার অবসান ঘটায়—যা পুরো অঞ্চলের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়বদল হিসেবে বিবেচিত।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে