ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বাংলাদেশ বনাম আফগানিস্তান: ম্যাচটি সরাসরি দেখুন

২০২৫ ডিসেম্বর ১৩ ১৩:৫১:৫৮
বাংলাদেশ বনাম আফগানিস্তান: ম্যাচটি সরাসরি দেখুন

স্পোর্টস ডেস্ক: আজ এশিয়া কাপ অনুর্ধ্ব-১৯-এর গ্রুপ বি-র তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ের আইসিসিএ অ্যাকাডেমি মাঠে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে আফগানিস্তান ৩৫.৪ ওভার শেষে ১৮৭/৩ রানে অবস্থান করছে। ম্যাচের শুরুতে আফগান ওপেনার ও উইকেটরক্ষক খালিদ আহমাদজাই মাত্র ৩ রানে আউট হন। ১৩ বল খেলে কোনো চার-ছক্কা ছাড়াই তিনি মো. আব্দুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।

অপর প্রান্তে আফগান ব্যাটাররা ধীরে ধীরে রানের খাতা খুলছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাদ ইসলাম শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন।

দুই দলের একাদশ

আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ (AFG U-19):

খালিদ আহমাদজাই (উইকেটরক্ষক), ওসমান সাদাত, ফয়সাল শিনোজাদা, উজাইরুল্লাহ নিয়াজাই, মাহবুব খান (অধিনায়ক), আজিজুল্লাহ মিয়াখিল, খাতির স্টানিকজাই, আব্দুল আজিজ, রুহুল্লাহ আরব, ওয়াহিদুল্লাহ জাদরান, সালাম খান।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ (BAN U-19):

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম (অধিনায়ক), সামিউন বসির, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, মো. আব্দুল্লাহ (উইকেটরক্ষক), কালাম সিদ্দিকী, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আহমেদ, সাদ ইসলাম।

লাইভ আপডেট ও খেলার খবর

এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি সরাসরি দেখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন (এখানে আপনার ওয়েবসাইটের নাম)। ফেসবুক পেজ ফলো করে ম্যাচের লাইভ স্কোর, হাইলাইট এবং অন্যান্য খেলার আপডেট পেতে পারেন। এছাড়া গুগলে “sharenews24.com” সার্চ করে Sports ক্যাটাগরিতে গিয়ে খেলার সব তথ্য সহজেই জানতে পারবেন।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে