ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

২০২৫ ডিসেম্বর ১৬ ১৩:১৩:১৭
বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ, বিবিসির প্যানোরমা তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির তার ভাষণের কিছু অংশ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে, যার ফলে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ফ্লোরিডার আদালতে দায়ের করা মামলায় ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষমূলকভাবে তার ভাষণ বিকৃত করেছে এবং এর ফলে ট্রাম্পের মর্যাদা ক্ষুন্ন হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন, এই সম্পাদনার কারণে বিবিসি বাণিজ্যিক আইন লঙ্ঘন করেছে।

গত মাসে বিবিসি ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছিল। তারা স্বীকার করে যে, ভিডিও সম্পাদনার কারণে এমন প্রতিচ্ছবি তৈরি হয়েছে, যেন ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। তবে বিবিসি মানহানির অভিযোগ স্বীকার করেনি এবং কোনো ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে।

এর আগে ট্রাম্প জানিয়েছেন, ২০২৪ সালের মার্কিন নির্বাচনের আগে যুক্তরাজ্যে প্রচারিত এই তথ্যচিত্রের জন্য তিনি বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। সাংবাদিকদের তিনি বলেন, “বিবিসি আমার কথাগুলোই পাল্টে দিয়েছে।”

২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিলে দাঙ্গার আগে ট্রাম্পের ভাষণে তিনি বলেছিলেন, তিনি ক্যাপিটলে যাবেন এবং সিনেট ও কংগ্রেস সদস্যদের সমর্থন জানাবেন। প্রায় ৫০ মিনিট পরে তিনি যোগ করেন, ‘আমরা লড়াই করি। আমরা চরমভাবে লড়াই করি।’

কিন্তু প্যানোরমা অনুষ্ঠানে এই দুই বক্তব্য একসঙ্গে দেখানো হয়। ফলে মনে হয়, ট্রাম্প একই সঙ্গে ক্যাপিটলে যাওয়ার ও লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। নভেম্বরে বিবিসির একটি অভ্যন্তরীণ নথি ফাঁস হয়, যেখানে এই সম্পাদনার সমালোচনা করা হয়। এরপর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেন।

মামলার আগে বিবিসির আইনজীবীরা জানান, ভিডিও সম্পাদনার পেছনে কোনো বিদ্বেষ নেই এবং তথ্যচিত্র প্রচারের পর ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় তার কোনো ক্ষতি হয়নি।

বিবিসি জানিয়েছে, প্যানোরমা অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করার অধিকার তাদের ছিল না এবং তারা তা করেনি। তথ্যচিত্রটি যদিও বিবিসি আইপ্লেয়ারে ছিল, তা শুধু যুক্তরাজ্যের দর্শকদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে মামলায় উল্লেখ করা হয়েছে, বিবিসি তৃতীয় পক্ষের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছিল, যার মাধ্যমে যুক্তরাজ্যের বাইরে ভিডিওটি দেখা সম্ভব হতে পারে।

মামলায় আরও বলা হয়েছে, ফ্লোরিডার মানুষ ভিপিএন ব্যবহার করে বা ব্রিটবক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্যচিত্রটি দেখতে পেরেছেন। ট্রাম্পের দাবি, ভিডিও প্রচারের পর ভিপিএন ব্যবহারের হার বেড়ে যাওয়ায় বোঝা যায়, অনেক ফ্লোরিডার মানুষ তথ্যচিত্রটি দেখার সুযোগ পেয়েছেন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে