ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

এবার বাংলাদেশের আকাশে চীনা যুদ্ধবিমান!

২০২৫ আগস্ট ২৯ ১৮:২৪:৪৭
এবার বাংলাদেশের আকাশে চীনা যুদ্ধবিমান!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে চীনের তৈরি শক্তিশালী জে-১০সি (J-10C) যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। গত মার্চ মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান।

বাংলাদেশের বিমানবাহিনীর জন্য ১২টি জে-১০সি জঙ্গি বিমান কেনার ব্যাপারে আলোচনা চলছে এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছিল এবং সফরের পরেও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

জে-১০সি যুদ্ধবিমান, যা 'ভিগোরাস ড্রাগন' নামেও পরিচিত, চতুর্থ প্রজন্মের একটি মাল্টি-রোল কম্ব্যাট এয়ারক্রাফট। এটি সুপারসনিক গতিতে উড়তে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণে অত্যন্ত দক্ষ। এই যুদ্ধবিমানের আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর ক্ষমতা রয়েছে। এটি ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে। অত্যাধুনিক প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতেও এটি সক্ষম। অন্যান্য যুদ্ধবিমানের সাথে সংযুক্ত হয়ে অভিযানে অংশ নেওয়ার ক্ষমতাও এর রয়েছে।

গ্লোবাল টাইমস এবং প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট 'দ্য ওয়ারজোন'-এর তথ্যমতে, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে জে-১০সি-এর প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা প্রমাণিত হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে। ইসলামাবাদ তখন জানিয়েছিল, প্রথমবারের মতো কোনো সম্মুখ সমরে যুক্ত হয়েছিল জে-১০সি।

যুদ্ধবিমান কেনার আলোচনার পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের চীন সফরে তিস্তা নদী প্রকল্পে চীনের সহায়তা এবং বাংলাদেশের বন্দরগুলোর সঙ্গে চীনের কুনমিং শহরের বহুমুখী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, জে-১০সি যুদ্ধবিমান বাংলাদেশের বিমানবাহিনীতে যুক্ত হলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে