ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

২০২৪ মে ২৮ ২২:০০:৪২
বাংলাদেশি কর্মী নেবে জর্ডান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে। এই বিষয়ে দুই দেশের মধ্যে আজ রোববার (২৬ মে) রাজধানী আম্মানে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

বাংলাদেশের পক্ষে আম্মানস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা সোবহান এবং জর্ডানের পক্ষে জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী নাদিয়া আল-রাওয়াবদেহ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তির অধীনে জর্ডানের বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি এবং বাংলাদেশি লাইসেন্সপ্রাপ্ত সংস্থার সহায়তায় বাংলাদেশ থেকে দক্ষ গৃহকর্মী আনা যেতে পারে।

এই বিষয়ে এজেন্সিগুলোকে দুই দেশের জনশক্তি রপ্তানি কর্তৃপক্ষের অনুমতি ও অন্যান্য বিধিবিধান মেনে চলতে হবে।

এই সমঝোতা স্মারকের ভিত্তিতে, অন্যান্য সেক্টরে দক্ষ পুরুষ ও মহিলা শ্রমিকরা জর্ডানে আসতে পারবে।

২০১২ সালে প্রথম জর্ডান ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রফতানি বিষয়ক চুক্তি সই হয় যা ২০১৭ সাল পর্যন্ত কার্যকর ছিল।

পরে চুক্তিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় উভয় দেশের উদ্যোগে আগের চুক্তি নবায়ন করে গার্মেন্ট, গৃহকর্মীসহ অন্যান্য খাতে বাংলাদেশ থেকে দক্ষ নারী ও পুরুষ কর্মী নিয়ে আসা হয়।

এই সমঝোতা স্মারক চুক্তি সইয়ের মাধ্যমে আগামী পাঁচ বছর জর্ডানে জনশক্তি রফতানি করতে পারবে বাংলাদেশ।

পাঁচ বছর পর থেকে উভয় পক্ষের সম্মতিতে চুক্তিটি প্রতি বছর নবায়ন হতে থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে