ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অধ্যক্ষ রুমানা ও উপাধ্যক্ষ আইরিন

২০২৪ মে ০৭ ০৬:৩২:৫৩
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের অধ্যক্ষ রুমানা ও উপাধ্যক্ষ আইরিন

প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের নবগঠিত কার্যকরী কমিটি রুমানা খান মোনা ও আনজুমান আরা আইরিনকে যথাক্রমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে আগামী এক বছরের জন্য নিয়োগ দিয়েছে।

রোববার (০৫ মে) স্কুল প্রাঙ্গণে কার্যকরী কমিটির প্রথম সভায় এই নিয়োগ চূড়ান্ত করা হয়।

বর্তমান অধ্যক্ষ রুমানা খান মোনা স্কুলের কার্যকরী কমিটির সদস্য, কোষাধ্যক্ষ, প্রশাসনিক প্রধানসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জ্যেষ্ঠ শিক্ষক আনজুমান আরা আইরিন দীর্ঘ সময় ধরে স্কুলের বিভিন্ন শ্রেণিতে পাঠদান করা ছাড়াও স্কুল আয়োজিত নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল প্রত্যাশা করে, এই দুই যোগ্য শিক্ষকের নেতৃত্বে ভবিষ্যতে স্কুলের শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম আরও বেগবান হবে।

উল্লেখ্য, ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতি ও ধর্ম নির্বিশেষে সকল বাংলা ভাষাভাষীদের জন্য খোলা থাকে।

শেয়ারনিউজ ০৬ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে